ময়মনসিংহের ফুলপুরে ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে (৯ সেপ্টেম্বর) সোমবার বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রহিমগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ আকন্দের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ- ২ ফুলপুর-তারাকান্দা
সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে গিয়ে বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান বলেছেন গত ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যে বিজয় অর্জন হয়েছে হয়েছে তা যেন কেউ নষ্ট করতে না পারে সেই দিকে তিনি বিএনপির নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে বলেন। তিনি বলেন এখনো ফ্যাসিস্টদের
দোসররা নানান ভাবে চক্রান্ত করে যাচ্ছে এদের চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন প্রকার অপকর্ম করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপিতে কোন চাঁদা বাজ
দূর্নীতিবাজ দের জায়গা নেই। বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এখানে কোন সহিংসতা প্রতিহিংসার স্থান নেই। তাই যারা বিএনপির নাম ভাঙ্গীয়ে ফায়দা হাসিল করতে চান তারা সাবধান হয়ে যান। অনুষ্ঠানে অত্র ইউনিয়নের শহীদ সাইফুল
ইসলামের আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রধান অতিথি বলেন শহীদ সাইফুল ইসলামের নামে তার এলাকার একটি রাস্তার নামকরণের ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে
আমাকে আশ্বস্ত করেছেন। সাইফুল ইসলামের আত্মত্যাগ যাতে আমরা ভুলেনা যাই সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান,আমজাদ সরকার,, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন তালুকদার, উপজেলা বিএনপির নেতা রফিকুল
ইসলাম দুলাল, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার,ফুলপুর,উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি
সানোয়ার হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ,সহ সভাপতি ফরিদ আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার,
সহ সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল,সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ার, ৭নং
রহিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু তাহের মেম্বার, যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪