ময়মনসিংহের ফুলপুরে গত ১০/০৭/২০২৪ তারিখ রোজ বুধবার দুপুর ২.১০ ঘটিকার সময় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পার্শ্বে ০১ টি শিশু আনমনা অবস্থায় বসে থাকতে দেখিয়া ফুলপুর থানা এলাকায় জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই(নি.) তারিকুল ইসলাম, এসআই(নি.) আব্দুল খালেক, সঙ্গীয় ফোর্সসহ উক্ত শিশুটিকে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহার নাম সানিউল দিদার সানি (১২), পিতা আব্দুল মতিন, সাং-বোররচর ভাটিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বলিয়া প্রকাশ করে । উক্ত স্থানে অবস্থান করার কারণ জিজ্ঞাসা করিলে সে জানায় যে, তারাকান্দা থানাধীন মাঝিয়াইল মাদ্রাসায় নূরানীতে লেখাপাড়া করাকালে পলায়ন করিয়া উক্ত অবস্থান করিতেছে। বিষয়টি ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানকে অবহিত করিয়া শিশু সানিউল দিদার সানি (১২),কে থানায় নিয়ে আসিলে অফিসার ইনচার্জ উক্ত শিশুর অভিভাবকের সাথে যোগযোগ করেন। শিশু সানিউল দিদার সানি (১২) এর পিতা-মো. আব্দুল মতিন ও বোররচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন এবং তাহার প্রতিবেশী সুরুজ আলীসহ থানায় আসিলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান যাচাই বাছাই করিয়া তাহার পিতা আব্দুল মতিন এর নিকট বুঝিয়ে দেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া থানায় ডায়রীতে নোট রাখা হয়েছে। হারানো শিশুকে ফিরে পেয়ে ফুলপুর থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান শিশুটির পরিবার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪