ফুলপুর পৌরসভার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা
- আপডেট সময় : ১১:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ২০২৪ -২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় পৌরসভা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন ফুলপুর পৌর মেয়র মি:শশধর সেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সালেহ আহমেদ, রনির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, পৌর প্রকৌশলী মাহমুদুল হাসান পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার, পৌর প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা সহ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র বলেন আমি আওয়ামী লীগের রাজনীতি করতে যেয়ে বিভিন্ন জুলুম নির্যাতন সহ্য করেছি। কিন্তু নৌকা প্রতীকের মেয়র হয়ে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছি দিনরাত পৌর বাসীর দুঃখ কষ্ট লাঘবের জন্য কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন আজকের এই বাজে ফুলপুর নগরবাসীকে আধুনিক সুযোগ-সুবিধা দিতেই এই বাজেট। পরে তিনি এই বাজেট বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।