ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুর টু বওলা পাকা সড়কের বিভিন্ন জায়গা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।
সরেজমিন দেখা যায়, ফুলপুর পৌর শহর থেকে বের হওয়ার সময় বালিয়া মোড়ে আনুমানিক ৪০ থেকে ৫০ গজ জায়গা বহুদিন ধরে ভাঙা। এ ছাড়া বওলা বাজারে ঢোকার মুখে সিএনজি অটোরিকশা স্টেশন সংলগ্ন স্থানে অনেক বড় খাদের সৃষ্টি হয়েছে।বওলা টু সুতারপাড়া সড়কের মুখে ইটের সলিং ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও বিভিন্ন জায়গায় টুকটাক খাদ বা ছোট বড় গর্ত আছে। এসব গর্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এগুলোতে ছোট খাটো গাড়ি পড়লে উল্টে যাওয়ার উপক্রম হয়।প্রকৌশলী মো. রকিব উল হাফিজ বলেন, বালিয়া মোড়ের ভাঙনগুলো পৌরসভার সীমানায় পড়েছে। আর বাকিগুলো বৃষ্টি বন্ধ হলে শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪