আজ শুত্রুবার সন্ধ্যায় দুই দিনের সফরে গোপালগঞ্জে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে তিনি রাত ৭ টা ৫৫ মিঃসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্যর করেন। ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল এমপি ও শেখ হেলাল এমপিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর প্রজেক্ট ক্লোজিং অনুষ্ঠানে যোগ দিতে জাজিরা পয়েন্টে আসেন। সেখানে অনুষ্ঠান শেষ করে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জে পৌঁছে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ৭৫ এর ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সংরক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। রাতে তিনি বঙ্গবন্ধু ভবনে রাত্রিযাপন করবেন।
আগামী কাল শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুল টুংগীপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এরপরে তিনি নবনির্মিত আধুনিক টুঙ্গীপাড়া পৌর সুপার মার্কেট ঘুরে দেখবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে । প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পুরো টুঙ্গিপাড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে পেয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নেন।
প্রধানমন্ত্রীর আগামী কাল কার্যক্রম শেষে করে গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরে যাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগামী কালকের কার্যক্রম সুচি নিশ্চিত করেছেন,গোপালগঞ্জের জেলা প্রশাসক, কাজী মাহবুবুল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪