কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাতীয়তা বাদী দল বিএনপির ৪৬ তম প্রতিস্ঠা বার্ষিকী ১ লা সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল চার গঠিকায় উপজেলা যুবদলের কার্যালয় খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে মিলাদ মাহফিল আলোচনার
মাধ্যমে অনুষ্ঠিত হয়, তাড়াইল উপজেলা বি,এন,পির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা সভাপতিত্বে উক্ত প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ হাকিম রানা শাহ জাহান মিয়া সাতটি ইউনিয়নের
বর্তমান ও সাবে সভাপতি বৃন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক সওকত হোসেন বিপ্লব সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া সেচ্ছা সেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রাজিব সদ্য কারামুক্ত আক্তার হোসেন রতন
মিয়া ও খুরশেদ আলম সহ অগনিত নেতা কর্মী কেন্দ্রীয় নির্দেশ মেনে কোন রকম ঝাকজমক ছাড়াই এবারের প্রতিষ্ঠা বার্ষিকী অনুস্টান পালিত হয়, সভাপতির বক্তৃতায় ছাইদুজ্জামান মোস্তফা বলেন দলের শৃঙ্খলা বজায়া রেখে আগামী দিনে কাজ
করে যাওয়ার জন্য তৃনমুল নেতা দের নির্দেশ প্রধান করেন,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪