ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত এলাকায় বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কুষ্টিয়া জেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প যুব সংঘ।
গত সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে ফেনীর পশুরামপুর ও দাগনভূইঞ্যা উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৮ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার ও দু'শতাধিক পরিবারে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এছাড়াও মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জ ও চৌমুহনী এলাকায় ৩'শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে বিশুদ্ধ পানি, ঔষধ ও পোষাক সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালীর ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে সংকল্প যুব সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসী ও প্রবাসীদেরকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এ আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন
শ্রেনি পেশার মানুষ প্রায় ২'লক্ষ টাকা নগদ অর্থ, পোষাক সামগ্রী ও ওষুধ দিয়ে সহায়তা করেন। পরে আমরা সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তায়েফ হাসান ও কার্যনির্বাহী মোহাম্মদ রোহান, আসিফ, রাতুল,
সিয়াম, পারভেজসহ কয়েকজন সদস্য নিয়ে বানভাসিদের ধিকে ছুটে যায়। কয়েকটি টিমে বিভক্ত হয়ে তাদের মাঝে রান্না করা খাবার, মেডিসিন ও পোশাক বিতরণ করেছি। আমাদের দেশের ভাই-বোনদের সংকট সময়ে আমরা তো আর দেখে
থাকতে পারি না।
বন্যা কবলিত পরিবারের কর্তা মাসুম বলেন, ১০ দিন ধরে আমরা পানিবন্দি ছিলাম। এসময়ে আমাদের ব্যাপকভাবে খাদ্য সংকট দেখা দিয়েছিল। ঠিক মতো খাবারের দেখা পাইনি। আমাদের জন্য সংকল্প যুব সংগঠন খাদ্যসামগ্রী, পোষাক ও ওষুধ
দিয়ে সহযোগিতা করেছে। এমন পরিস্থিতিতে যারা আমাদের পাশে রয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪