ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
সোমবার (৮ জুলাই) ভোরে কসবা পৌরসভার দক্ষিণ কসবা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার এরশাদ মিয়া (৩৬) উপজেলার শিমরাইল সাতপাড়া এলাকার হাছন মিয়ার ছেলে ও একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে নুরুল হক প্র. নুরু মিয়া (৩৮)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মেদ জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দক্ষিণ কসবা এলাকার হারুন মিয়ার বাড়ির পাশের রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪