নরসিংদীর মনোহরদীতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত জীবন-মরণ সন্ধিক্ষণে,নম্র ভদ্র মেধাবী ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জ্যোতি আক্তার বাঁচতে চায়।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড খারাব গ্রামের মো: জুয়েল মিয়ার ৩ কণ্যা সন্তানের মধ্যে জ্যোতি আক্তার সবার বড়।
স্নেহের সন্তান জ্যোতি আক্তার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে পরিবারটি খাওয়া দাওয়া ছেড়ে প্রায় পাগলপারা।
ব্লাড ক্যানসারের রিপোর্ট পাওয়ার পর জ্যোতি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়।সেখানে সে পুরাতন বিল্ডিংয়ের ২০৮ নাম্বার রুমে চিৎকিসাধীন রয়েছে। গত এক মাসে তার চিকিৎসাবাবদ প্রায় ২-৩ লক্ষ টাকা ব্যয় হয়।
ঢাকা মেডিকেল এর ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন জ্যোতি আক্তারকে উন্নত মানের চিকিৎসা করলে ভালো হবে,ইনশাআল্লাহ।
উন্নতমানের চিকিৎসা করাতে হলে প্রায় ১০-১৫ লক্ষ টাকার প্রয়োজন। এতো ব্যয়বহুল চিৎকিসা তার পরিবারের পক্ষে সম্ভব নয়,এমনতাবস্থায় জ্যোতির পরিবার তার চিকিৎসার জন্যে এলাকার বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনের নিকট আর্থিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা :
01766357648 নগদ/বিকাশ ( মেয়ের মা)
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪