ভাঙ্গmন ও দখল, দূষনের কবলে নিকলী বেরিবাধ
- আপডেট সময় : ০১:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত ভ্রমণ পিপাসুদের প্রিয় পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার খ্যাত নিকলী বেরিবাধ। প্রতিবছর বর্ষার নতুন পানির আগমনের সাথে সাথেই পর্যটকরা আসতে শুরু করেন। বিশেষ করে সরকারি ছুটিসহ শুক্র-শনিবার হাওরে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় লেগেই থাকে। কিন্তু বিশেষ করে নিকলী উপজেলার প্রবেশদ্বার রোদারপুড্ডা হতে নিকলী হাসপাতাল মূল পর্যন্ত সড়ক সরু তাই এখানে তৈরি হয় বিশাল যানযট ভোগান্তিতে পড়তে হয় আগত পর্যটকদের এবং স্থানীয় লোকজনের। এসময় স্থানীয় সাধারণ মানুষেরা জরুরী কাজে নিকলী থেকে বাহির বা প্রবেশ করলে ব্যয় হয় ঘন্টার পর ঘন্টা। তাই সাধরন মানুষ ও পর্যটকরা দায়ী করছেন সরু সড়ক ও অব্যবস্থাপনা। এলাকাবাসীর দাবী প্রধান সড়ক প্রশস্ত করন।অপার সম্ভাবনাময় নিকলীবেরীবাদ প্রায় তিন কিলোমিটার যা সম্পূর্ণ ময়লা আবর্জনা ভাঙ্গন দূষণের কবলি বসবাসকারী স্থানীয় লোকজন ময়লা আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন করছে, বেরিবাধের উপর গবাদি পশুপালন সহ প্রায় সম্পূর্ণ বেরিবাদ খর, লাখরি, শুলা ইত্যাদি রেখে বেদখল করে রেখেছে। রয়েছে বিভিন্ন জায়গায় ভাঙ্গন। এসবের বিরুদ্ধে উপজেলা প্রশাসন দায়সর্বস্ব মাইকিং করলে কোন প্রতিকার মেলেনি। স্থানীয় ও আগত পর্যটকরা বলেন ভাঙ্গন, অপরিচ্ছন্ন, দখল, দূষন ও অব্যবস্থাপনার কারনে মুখ ফিরেয় নিচ্ছেন পর্যটকরা। তারা আরও বলেন অন্যান্য বছরের তুলনায় এ বছর পর্যটক অনেকটা কম।