ভারতের মহারাষ্ট্রে হিন্দু পন্ডিত রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি অবমাননা করা ও বিজেপি বিধায়ক নিতেশ রানে
সেই কটুক্তি সমর্থন করে ভারতীয় সংসদে মুসলমানদেরকে হুমকি প্রদর্শন করায়। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার
দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটের সময় ফুলপুরে ছাত্র জনতা ও সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে ফুলপুর বাসস্ট্যান্ড যাত্রী
ছাউনির সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফুলপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বাস স্ট্যান্ড
যাত্রী ছাউনি সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উলামায়ে কেরাম ছাত্র জনতা ভারতের হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেেশ রানেকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবী
করে বক্তব্য রাখেন।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ফুলপুর ডিগ্রী কলেজ রোডস্হ মাদ্রাসাতুস সুন্নাহ এর পরিচালক মাওলানা আবুল বাশার,
ফুলপুর দিউ মার্কাজ মসজিদ সংলগ্ন আয যাহরা মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ সাআদ,সাহাপুর খান মেমোরিয়াল
এতিমখানা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মানিক, রমিজিয়া মহিলা মাদ্রাসার নাজেমে তালিমাত, দৈনিক দিনের কন্ঠ
পত্রিকার ফুলপুর উপজেলা প্রতিনিধি মাওলানা ফয়জুর রহমান ,ইসলামী সংগীত শিল্পী মাওলানা নুমান ময়মনসিংহ , রমিজিয়া মহিলা মাদ্রাসার
সিনিয়র শিক্ষক দৈনিক দেশের খবর পত্রিকার ফুলপুর উপজেলা প্রতিনিধি মাওলানা ইকবাল হুসাইন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফুলপুরের তাওহিদী জনতার একাংশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪