মাগুরা জেলার বেরইল পলিতা ইউনিয়নের ছোটজোকা গ্রামে ভারী বৃষ্টির কারনে রাস্তায়,বাড়ির উঠানে পানি উঠে গিয়েছে। অধিক পানির কারনে মানুষ বাড়ির আঙ্গিনায় জাল দিয়ে,পোলো দিয়ে মাছ শিকার করছে।এলাকাবাসী জানায় ২০০৪ সালের বন্যার চেয়েও এবার বেশি পানি উঠে গিয়েছে।রাস্তা ঘাটে অধিক পানির ফলে মানুষের চলাচল করতে অনেক অসুবিধাও ভোগ করতে হচ্ছে। আশেপাশের মাছের ঘের ও পুকুরগুলো ভেসে যাচ্ছে যার ফলে মাছগুলোও ভেসে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার থেকেই মাগুরায় বৃষ্টিপাত শুরু হয়েছে। কখনো ভারী, কখনো হালকা এই বৃষ্টিপাত সোমবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪