মো:কাউসার মাহমুদ (ভৈরব প্রতিনিধি) : কিশোরগঞ্জের ভৈরবের রানীর বাজারে একটি বাসা থেকে দুই সন্তান ও বাবা-মাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনার
পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
নিহত ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬), এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও দ্রুব বিশ্বাস (৮)। নিহত
নিপা রানী বিশ্বাস সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানায়, স্ত্রী সন্তানদের মেরে স্বামী নিজে হাতের রগ কেটে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম জানান, বিকেল ৪টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দরজা ভেঙে জনি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পাশেই তার স্ত্রীর
মরদেহ পাওয়া যায়, যার গলা কাটা ছিল। এ ছাড়া বিছানায় শায়িত অবস্থায় দুই সন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আল আমিন হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার ঘটনা। রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪