মো:কাউসার মাহমুদ (ভৈরব):
আজ ভৈরব মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক ইলিশ নিষিদ্ধ সময়ে মানবিক সহায়তা কর্মসূচি আওতায় জেলেদের মাঝে ভিজিএফ(চাউল)বিতরণ করা
হয়েছে। এতে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো:রিদওয়ান আহমেদ রাফি,ভৈরব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
মাহবুবুর রহমান খান,ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা মো:ফারুক, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো:আলী হোসেন,ভৈরব পৌর বাজার পরিদর্শক মো:নবী
হোসেন,ভৈরব উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক মৌসুমি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।উল্লেখ্য যে,ভৈরব পৌরসভার অধিন ১২ টি
ওয়ার্ডের ১৭৬ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪