ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর ব্রিজ সংলগ্ন এলাকায় সিএনজি ও কার্ভার ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত। আজ সকাল পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কার্ভার ভ্যানের দুই চালক পালিয়ে যায়।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে
নরসিংদীর নিলকুটি এলাকা থেকে ২টি কাভার্র ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিলো। সিএনজিও ভৈরবের দিকে আসছিলো। কার্ভার ভ্যান দুইটি ভৈরবের জগন্নাথপুরে পুরাতন বহ্মপুত্র সেতু পার হওয়ার সময় সিএনজি অভারটেক করেতে গিয়ে দুই কভারর্ড ভ্যানের মধ্যে পরে যায়। এসময় সামনে থাকা কভার্ড ভ্যানটি ব্রেক করলে পেছনের কভার্ড ভ্যানটি ধাক্কা দিলে ঘটনা স্থলে সিএনজিতে থাকা চালকসহ ৫ নিহত হয়। নিহতের মধ্যে পুরুষ দুই জনের পরিচয় পাওয়া গেলেও ৩ নারীর কোন পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, সিএনজি ও কার্ভার ভ্যানের সংঘর্ষ চালকসহ ৫জন নিহত হয়। কার্ভার ভ্যান দুইটি আটক করে থানায় নেয়া হয়েছে কিন্তু চালক দুইজন পলাতক। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪