মো:কাউসারর মাহমুদ ভৈরব প্রতিনিধি:- কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের গাছতলা ঘাট এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও মূল্য তালিকা না থাকায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে -কে জরিমানা
১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত ভৈরব গাছতলা ঘাট এলাকার আক্তার স্টোর-কে দুই হাজার, মনির স্টোর-কে ৩ হাজার, আতিক স্টোর কে ১ হাজার, শাহীন স্টোরকে ১ হাজার, হাজী হিরা মিয়া স্টোরকে
১৫০০ শ রিপনকে ১৫০০ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমেদ রাফি জানান, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও সরকার কতৃক সঠিক মূল্য তালিকা না থাকায়
এ অর্থদন্ডাদেশ দেয়া হয়। ভৈরব থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ভৈরব পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত
ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪