মো:কাউসার মাহমুদ ভৈরব প্রতিনিধি ; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ভৈরব পৌর আওয়ামী লীগের কর্মী আসামী মোঃ তপন মিয়া (৪৪) কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল পোনে ১১টায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল পৌর শহরের ঘোরাকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ তপন মিয়া (৪৪) ভৈরবপুর দক্ষিনপাড়া মৃত সাদেক মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত (১৯ জুলাই) দুপুর ২টায় কিশোরগঞ্জ ভৈরবে লক্ষীপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুস্কৃতিকারীরা হামলা করে এবং এতে বেশ কিছু লোক আহত হয়।
র্যাব-১৪ প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, উক্ত ঘটনায় রুবেল মিয়া (৩২) বাদী হয়ে (২৭ আগস্ট) ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প তদন্ত শুরু
করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে দ্রুত কার্যক্রম শুরু করে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের র্যাবের অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪