মো:কাউসার মাহমুদ (ভৈরব প্রতিনিধি) : কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মো. কাউছার ফকির
(৫০)কে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২১ অক্টোবর সোমবার রাতে ঘোড়াকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ৩নং যুবলীগ সাধারণ সম্পাদক ও ওই
ওয়ার্ডের ঘোড়াকান্দা এলাকার মৃত আঃ রহমান মিয়ার ছেলে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহার ভুক্ত
আরো ৮ জন ও অজ্ঞাত ২ জন নেতাকে আটক করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই যুবলীগ সাধারণ সম্পাদক মো. কাউসার ফকিরসহ অন্যান্য আসামীরা বেআইনি ভাবে
জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা করে। এ ঘটনায় ২৭
আগস্ট কমলপুর এলাকার বাসিন্দা আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেন। এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের
ঘটনায় মামুন, রুবেল নামের দুই ব্যক্তি আরো দুটি মামলা দায়ের করেছেন৷ গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে মো. কাউসারকে গ্রেফতার করা
হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় কাউসার জড়িত ছিল বলে স্বীকার করেছে। এজাহারে তার নাম না থাকলেও তদন্ত সাপেক্ষে
ঘটনার দিনের ভিডিও দেখে তাকে আটক করা হয়েছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর কাউসারকে ভৈরব থানায় হস্তান্তর
করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪