ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে ও বাসায় অভিযান চালিয়ে তাদেরকে প্রথমে আটক করা হয়। পরে বিভিন্ন মামলার আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার দেখিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো শহরের ভৈরব পুর এলাকার রাফি মিয়া (২৪), কালিপুর এলাকার আ,লীগ নেতা মজিবুর রহমান (৫৮), তাতাঁরকান্দি এলাকার যুবলীগ নেতা মাছুম মিয়া (৩৪) ও ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার যুবলীগ নেতা রিগ্যান মিয়া (৪২)। আজ রোববার সকালে গ্রেফতারকৃতদেরকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার মোঃ শহীদুল্লাহ জানান, গ্রেফতারকৃত ৪ জন গত ১৯ জুলাই, ২৭ আগস্ট ও ৭ সেপ্টেম্বর তারিখে বিভিন্ন ঘটনায় সন্ত্রাসী কর্মকান্ডের মামলার এজাহারভুক্ত আসামী। এতদিন তারা পলাতক ছিল। শনিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাসমত উল্লাহ জানান যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত ৪ জনকে আজ শনিবার সকালে কিশোরগন্জ আদালতে চালান দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪