ব্যতিক্রমধর্মী আয়োজনে নদী পথে স্পিডবোট দিয়ে ঘুরে কিশোরগঞ্জের ভৈরবে সান্নিধ্য যুব সংঘের উদ্যোগে জুসনে জুলুস উদ্যাপন করা হয়েছে। পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচি পালন করেন সংগঠনটি। গতকাল সোমবার
১৬ সেপ্টেম্বর বিকালে ভৈরব বাজার স্পিডবোট ঘাট এলাকা থেকে ২১টি স্পিড বোটে মেঘনা নদীতে ঘুরে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে দিনটি পালন করা হয়।
এদিকে ১৫ সেপ্টেম্বর সকালে সংগঠনের পক্ষ থেকে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করেন উপজেলা গোছামারা আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা ও পৌর শহরের মেহের চান জামে মসজিদ
ও হাফিজিয়া মাদ্রাসা। এই প্রতিযোগিতায় আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতায় ১ম হয়েছেন হাফেজ মো. আরিফ আহামেদ, ২য় হয়েছেন মুহাম্মদ অলিউল্লাহ ও ৩য় হয়েছেন আলমগীর হোসেন।
প্রতিযোগিতা অনুষ্ঠান ও জুসনে জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামা’আত ভৈরব উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু।
সান্নিধ্য যুব সংঘের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাজুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনিস উল্লাহ, সমাজ সেবক রফিকুল ইসলাম মজনু মিয়া, মাসুম বিল্লাহ, মীর রাজন প্রমুখ।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক অনিক আলীর সার্বিক তত্ত্বাবধানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফেজ হাবিবুর রহমান ও হাফেজ জসিম উদ্দিন আল কাদরী। প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক
সহযোগিতায় ছিলেন সৌদী আরব প্রবাসী মো. মুক্তার আলী।
এ দিকে ইদে মিলাদুন্নবী ও জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ভৈরব গাউছিয়া কমিটির আয়োজনে ভৈরবপুর দক্ষিণ পাড়া যুবকদের সহযোগিতায় দফ কাওয়ালী নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪