মো:কাউসার মাহমুদ (ভৈরব প্রতিনিধি) :
ভৈরবে নাদিম (৫৫) হত্যা মামলায় ৬৮ জন আসামীকে কারাগারে পাঠিয়েছে বিচারক। সোমবার সকালে আসামীরা নাদিম হত্যা মামলায় কিশোরগন্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে বিচারক কিশোর দত্ত তাদের জামিন না মন্জুর করে সকল আসামীকে কারাগারে পাঠিয়ে দেন। এই মামলায় সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান সাফায়েত উল্লাহকে প্রধান আসামী করে সরকার বাড়ীর গোষ্টির ৮৩ জনের বিরুদ্ধে গত ২৪ জুন মামলা করেছেন নিহতের ভাই ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বাক্কী কর্তা। চেয়ারম্যানের ভাই মোঃ আল- আমিন ও তার দুই ছেলে নাহিদ এবং জাহিদকেও আসামী করা হয় । মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছিল ১০/১৫ জনকে। অবশ্য আজকের হাজিরাতে চেয়ারম্যান, তার ভাই ও দুই ছেলে হাজিরা দিতে যায়নি আদালতে। মামলার এজাহারভুক্ত ৮৩ জন আসামীর মধ্য সোমবার ৬৮ জন হাজিরা দিয়ে জামিন চাইলে কাউকে জামিন না দিয়ে সবাইকেই কারাগারে পাঠানো হয়।
ভৈরব উপজেলার মৌটুপি গ্রামে গত ঈদের আগের দিন ১৬ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামের দুটি পক্ষ কর্তা বাড়ী ও সরকার বাড়ীর গোষ্টির মধ্য সংঘর্ষ বাঁধলে নাদিম গুরুতর আহত হয়। তিনদিন চিকিৎসার পর নাদিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন মারা যায়। পরদিন তার নামাজে জানাজা শেষে তাকে বাড়ীতেই দাফন করা হয়। তারপর গত ২৪ জুন নিহতের ভাই বাকি কর্তা বাদী হয়ে ৮৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করলে আসামীরা পালিয়ে যায়। পরে প্রতিপক্ষ কর্তা বাড়ীর লোকজন সরকার বাড়ীর গোষ্টির শতাধিক বাড়ীঘর ভাংচুর লুটপাট করে।
এবিষয়ে বাদী পক্ষের কিশোরগন্জ আদালতের সিনিয়র আইনজীবি এড, জহিরুল হক ৬৮ জনকে কারাগারে পাঠানোর কথা তিনি স্বীকার করেছেন। তিনি বলেন নাদিম হত্যা মামলায় তারা আজ সোমবার আদালতে হাজিরা দিতে উপস্থিত হলে আমি জামিনের বিরুধীতা করেছি। পরে শুনানী শেষে বিচারক তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪