মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৯:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহঃবার(১১ জুলাই) বিকাল- ৩ টায় প্রবাসী কল্যাণ সোসাইটি এর আহ্বায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে আহ্বায়ক মোঃছাব্বির রহমান তারা,র সভাপতিত্বে অন-লাইন মিটিং অনুুষ্ঠিত হয়।
উক্ত মিটিংয়ে প্রবাসী কল্যাণ সোসাইটি,র সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে মিটিংয়ে অংশগ্রহণকারী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে
মোঃআবেদ হোসেন কে সভাপতি ও মোঃসাইফুল ইসলাম স্বাধীন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রবাসী কল্যাণ সোসাইটি,র মূল লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে,নব-নির্বাচিত সভাপতি মনোহরদী উপজেলা প্রেসক্লাব কে জানান,প্রবাসী কল্যাণ সোসাইটি উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ হলো:-
১ যে সকল দরিদ্র পরিবারের সন্তানেরা বিদেশ যেতে ইচ্ছুক, তাদের বিনা সুদে, বিনা জামানতে, সর্বনির্ম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত ঋন প্রদান করা,
২- বিদেশ আসার পর, অনেকের কাজ, ইকামা, ও থাকার জায়গা থাকেনা। তাদের বাসস্থান,খানা, ও কাজের ব্যবস্থা করতে সহযোগিতা করা
৩–বিদেশে অবস্থানরত কোন প্রবাসী কর্মীর মূত্যু হলে, তার লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা।
৪-প্রবাসী কল্যাণ সোসাইটির কোন সদস্য হঠাৎ দেশে ফেরত আসলে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহযোগিতা করা।
৫- পুরো ইউনিয়নের জন্য একটি ইজমালি কবরস্থানের ব্যবস্থা করা
৬-প্রবাসী কল্যাণ সোসাইটি কোন সদস্য নতুন প্রবাস এসে ক্ষতিগ্রস্ত হলে, সেই দালাল বা এজেন্সির বিরুদ্ধে সংগঠনের নিজস্ব আইনজীবীদ্বারা আইনি ব্যবস্থা নেওয়া।
৭- প্রবাসী কল্যাণ সোসাইটি কোন সদস্য হঠাৎ দুর্ঘটনা বা বড় কোন রোগে আক্রান্ত হলে, যতটুকু সম্ভব অর্থ দিয়ে, শ্রম দিয়ে তাকে সহযোগিতা করা।
৮- কোন প্রবাসীর পরিবার অন্যায়ভাবে নির্যাতনের শিকার বা হেনেস্তা হলে তার পাশে দাড়ানো, প্রয়োজনে, অর্থনৈতিক, ও আইনি সহায়তা করা।
৯–কোন প্রবাসীদের সন্তান দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা চালাতে সমস্যা হলে, তাদের পড়াশোনা চালিয়ে নিতে সহযোগিতা করা।
১০–দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা করতে সহযোগিতা করা।
১১– প্রত্যেক বছর কমপক্ষে ১০ জন এতিম ছাত্র-ছাত্রীর দায়িত্ব নেওয়া
১২-প্রবাসী কল্যাণ সোসাইটি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করে স্টক করা। পরে এগুলো প্রবাসী কল্যাণ সোসাইটির সদস্য, প্রবাসীদের পরিবার, ও এলাকার দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা।
১৩– ভালকে ভাল আর অন্যায় কে অন্যায় বলার মনমানসিকতা তৈরি করা। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়ের পক্ষ নেওয়া ইত্যাদী।
এ সমস্ত কার্যক্রমে মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর মাধ্যমে সংগঠনটি মনোহরদী উপজেলা প্রশাসন,মনোহরদী থানা এবং উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।