আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মাগুরা জেলা জামায়াতের অমুসলিম শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দোয়ারপাড় আল আমিন এতিমখানা মিলনায়তনে এ সমাবেশের
আয়োজন করা হয়।
জেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি দিলিপ টিকাদারের সভাপতিত্বে কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।
জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক সাঈদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কবি পরেশ কান্তি সাহা, জামায়াতের অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, শালিখা
উপজেলার দায়িত্বশীল বকুল চন্দ্র মন্ডল, মোহাম্মদপুর উপজেলার দায়িত্বশীল উত্তম কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠন করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য সমান অধিকারের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে চায় জামায়াতে ইসলামী। আসন্ন দূর্গাপূজা হিন্দু সম্প্রদায় যেন আগের চেয়েও আরও মহা ধুমধামে সম্পন্ন
করতে পারে সেজন্য জামায়াতের নেতাকর্মীরা সব সময় তাদের পাশে থাকবে। সেই সঙ্গে ৫ আগস্টের পট পরিবর্তনের পরে সৃষ্টি হওয়া অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে কোনো অমুসলিমের ওপর যেন অত্যাচার নির্যাতন না হয় সেজন্য কাজ
করছে সংগঠনটি। এ লক্ষ্য পূরণে অমুসলিমদেরও জামায়াতে ইসলামীর সঙ্গে একত্রে কাজ করার সুযোগ আছে।
সভায় জেলার চার উপজেলার জামায়াতের প্রায় অর্ধশত অমুসলিম দায়িত্বশীল নেতা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪