মাগুরা প্রতিনিধি : গণপ্রকৌশল দিবস-২৪’ ও আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ২৬ নভেম্বর ২০২৪ খ্রি. আইডিইবি, মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ। জেলা প্রশাসক উপস্থিত প্রকৌশলীবৃন্দকে ‘গণপ্রকৌশল দিবস’ এর শুভেচ্ছা এবং
আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্তিতে অভিনন্দন জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, রাষ্টীয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানের মত
ভবিষ্যতেও তাঁরা মেধা, দক্ষতা ও কর্মস্পৃহা দিয়ে কাজ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪