মাগুরায় বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শ্রেণির শিক্ষকদের এমপিও ভূক্তির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:২৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
মাগুরা প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শ্রেণির শিক্ষকদের এমপিও ভূক্তির দাবিতে বুধবার মাগুরায় মানববন্ধন সমাবেশ এবং জেলা
প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, মাগুরা জেলা শাখার উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে জেলার বেসরকারি
বিভিন্ন কলেজের অনার্স-মাস্টার্স শ্রেণির শিক্ষকরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মাগুরা আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম কাবিয়ার,
তাসমিয়া তারান্নুম সম্পা সহ অন্যান্য শিক্ষকরা।
সমাবেশে শিক্ষকরা জানান, মাগুরাসহ দেশের বিভিন্ন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার শিক্ষক রয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারি সহায়তা ছাড়াই অনার্স-
মাস্টার্স কোর্সে শিক্ষাদান করে আসছে। যার প্রেক্ষিতে আমরা গত সপ্তাহে এমপিও ভূক্তির দাবিতে ঢাকায় একাধারে তিনদিন অবস্থান কর্মসূচি পালন করেও কোনো সুফল পাইনি। উপরোন্তু
শিক্ষকদের উপর পুলিশ লেলিয়ে দেয়া হয়েছে। এ অবস্থায় অবিলম্বে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও ভূক্তি নিশ্চিত করণে সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা
করছি।
মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা পরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন