১০ অক্টোবর ২০২৪ তারিখে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম
এঁর সাথে সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি এবং আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ আয়োজন সম্পর্কে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং আশা করেন যে পূজা শান্তিপূর্ণভাবে আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪