প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মিনা মাহমুদা,বিপিএম পুলিশ সুপার, মাগুরা মহোদয়। প্যারেড অধিনায়কের দ্বয়িত্ব পালন করেন আরআই পুলিশ লাইন্স মাগুরা। পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও
ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে অক্টোবর/২০২৪ মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাগুরা মহোদয়। উক্ত কল্যাণ সভায় অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমনরত একজন সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় । অফিসার ও
ফোর্সদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা পুলিশ সুপার মহোদয় মনযোগ সহকারে শোনেন এবং তৎসংশ্লিষ্ট ইনচার্জগনকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন।
এ এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪