মহম্মদপুরে শনিবার কলেজ রোডে ইসলামী ব্যাংকের পিছনে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হিফজুল কুরআন ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে পরিচালিত আন্তর্জাতিক মানের মাদ্রাস তাহফীযুল কুরআন একাডেমি'র উদ্বোধন হয়েছে। মাদ্রাসাটিতে হিফজুল কুরআনের পাশাপাশি নূরাণী থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ তৈরী হচ্ছে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠা মহম্মদপুরের সন্তান অস্ট্রেলিয়া সিডনী সেন্ট মেরিস মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আবু হুরায়রা আল-আজহারী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪