মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: জুলাই গণ হত্যা সহ বিগত ১৭ বছরে বিচারের নামে যত হত্যা করেছে স্বৈরাচারী হাসিনা সরকার সে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী যুব সমাবেশ উদযাপন করেন। অনুষ্ঠানে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল ছাত্র জনতার পাশে বাংলাদেশ জামাতে ইসলামী থাকবে সেই আহ্বান জানাই। ১৮ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬ ঘটিকায় রাজশাহী মহানগরীর মতিহার থানার সাঁকো পাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠানটি
অনুষ্ঠিত হয়। মতিহার থানার যুবজামাতের সেক্রেটারী মাহমুদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারী মো: ইমাজ উদ্দীন মন্ডল। সভাপতির বক্তব্য দেন মতিহার
থানা যুব বিভাগের সভাপতি মো: আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মো: জসিম উদ্দীন সরকার, সেক্রেটারি, যুব বিভাগ বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগর, আব্দুল ওহাব সোহেল, আমীর,বাংলাদেশ
জামাতে ইসলামী মতিহার থানা, আব্দুল্লাহ মুহাইমিম সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য নেতাকর্মীরা । প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি মো: ইমাজ
উদ্দীন মন্ডল বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ও তার দলের দুর্নীতিবাজ বড় বড় এমপি মন্ত্রীরা ভেবেছিল তারা ক্ষমতা হারালে তাদের হাজার হাজার নেতাকর্মীদের লাশ রাস্তায় পড়ে থাকবে সে কারণে তারা বাংলাদেশ জামাতে ইসলামীর নাম মুছে
ফেলতে চেয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না। যদি তাই করতাম তাহলে হাসিনা তো পালিয়েছে তাদের সব নেতাকর্মীদের ফেলে তাদের তো এখন খুঁজে খুঁজে হত্যা করা হতো কিন্তু আমরা প্রতিশোধমূলক রাজনীতি
করবোনা। আমরা আপনাদের মত খুনী, লোভী, দূর্নীতি বাজ না আমরা দেশ কে ভালবাসি দেশের মানুষকে ভালবাসি আমরা আপনাদের মত দেশটা ভারতের কাছে বিক্রি করে দেই না। নির্বাচনের হলফনামায় যদি আমি আমার সম্পত্তি ৫০ লাখ টাকা
দেখায় পরের নির্বাচনে সেটা কমবে তবুও বাড়বে না। আমরা দেশের উন্নয়নের জন্য যেই টাকা খরচ সেই টাকাই খরচ করে জনগনের সামনে তুলে ধরবো ১০ হাজার টাকার জিনিস ১ লাখ ১০ হাজার করবো না। আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না
সেটা তারা ভুলে গিয়েছিলো শেখ হাসিনা সহ বড় বড় এমপি মন্ত্রীদের মধ্যে অহংকার চলে এসেছিল। তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক তবুও কেনো তারা এখন কারাগারে। এত টাকার মালিক হয়েও তাদের পোশাক খুলে নিয়েছে
একমাত্র আল্লাহ।
উত্ত অনুষ্ঠানের পূর্বে বাংলাদেশ জামাতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিজয় ২৪ ক্রিকেট টুর্নামেন্ট করা হয়। সেই টুর্নামেন্টের বিজয়ী সহ অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪