মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়ন কর্তৃক এক তলবী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল ১১ টায় নগরীর শাহ
মখদুম থানার অন্তর্গত শহীদ জিয়া শিশু পার্ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভাতে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহীর দুইজন প্রতিনিধি এবং সভাপতিত্ব করেন মাইনুল হক মানা ।
উক্ত সভায় মোঃ মাইনুল হক মানা বলেন-বিগত কমিটি আওয়ামী লীগের নেতারা জোর করে দখল করেছিল। তারা কমিটির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে কমিটিকে কোন হিসাব দেয় নাই আমরা
এরকম কমিটি চাইনা। তারা বহু শ্রমিকদেরকে ঠিকমতো তাদের ভাতা প্রদান করে নাই। তারা রাস্তাতে চাঁদাবাজি সহ আরো বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তিনি আরোও বলেন, যে নেতাকে ফোন করে কোন বিপদে পাশে পাবেন না সে নেতাকে ভোট দেওয়ার দরকার নাই। আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের বিপদে আপদে পাশে থাকতে তাদের ন্যায্য
অধিকার, তাদের বিবাহ ভাতা, মৃত্যু ভাতা, শিক্ষা ভাতা সহ প্রত্যেকটা ভাতা তাদেরকে বুঝিয়ে দিতে।
তিনি উপস্থিত শ্রমিক জনতার সামনে পূর্বের আওয়ামী লীগের চাঁদাবাজি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে অন্তর্বর্তীকালীন কমিটির ঘোষণা করেন। এতে উপস্থিত শ্রমিক জনতা নতুন কমিটি
ঘোষণা করার পক্ষে রায় দেন।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, মাইনুল হক মানা ও মিজানুর রহমান মধু, এছাড়াও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাল উদ্দীন , সাজ্জাদ হোসেন, আব্দুল আলী, মোজাম্মেল হক বাবু , সাইফুল ইসলাম সহ জেলার বিভিন্ন উপজেলার ট্রাক লরি ট্রাক্টার শ্রমিক ও
সদস্যবৃন্দরা।
উক্ত তলবী সভা পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান মধু, অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪