রায়পুরায় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির প্রথম সভা ও বৃক্ষরোপন..!!
- আপডেট সময় : ০১:০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগানকে মূখ্য করে রায়পুরার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির প্রথম সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৫ জুলাই)বিকাল পাঁচটায় রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম এই কর্মসূচি প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মেহেবুল হক রিপনের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.পি পুত্র রাজিব আহমেদ পার্থ।
রায়পুরা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ডা:আসাদুজ্জামান(আসাদ)এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ,বাংলাদেশ কৃষক লীগ জাতীয় কমিটির সদস্য এ.টি.এম শফিকুল ইসলাম মিন্টু,নরসিংদী জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক সেলিম মিয়া, নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি এড.নজরুল ইসলাম রিপন,নরসিংদী জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো:মনির হোসেন খন্দকার, মো:বেদন আহম্মেদ, মো শাহীন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এড.মো,জামাল উদ্দিন,দপ্তর সম্পাদক এড.শেখ শাকিল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এড. ইউনূস আলী ভুইয়া,উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী,উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক সেলিম মিয়া, বাবু প্রদীপ কুমার বিশ্বাস, পৌরসভা সভাপতি রাতুল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল আমিন প্রমূখ।
উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ কৃষক লীগের আহ্বায়ক কমিটিকে ফুলেল তোড়া দিয়ে বরণ করেন,পরে তিনি বলেন আগামী দুই মাসের বিতরে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা তাগিদ দেই।
পরে বৃক্ষরোপণের দ্বিতীয় অধিবেশনে অডিটোরিয়াম মাঠে বিভিন্ন প্রকারের ফলের গাছের রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন রাজিব আহমেদ পার্থ।