রায়পুরায় উপজেলার বি.বি.এল উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্বরণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
শনিবার(০৬জুলাই)দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও নরসিংদীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।কটিয়াদি সরকারি কলেজের অধ্যক্ষ ও
বি.বি.এল.উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো:আতাউর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সহসভাপতি আলী আহম্মেদ দুলু, জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইঁয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, নরসিংদীর সিনিয়র সহকারী প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, রায়পুরা উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইঁয়া, উত্তরবাখনগর ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪