নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধুখালী খালপাড় এলাকায় পানিতে ডুবে মুসা নামের এক ৫ বছরের শিশু নিহত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ টার দিকে খেলার ছলে পূর্বাচলের ৩নং সেক্টরের লেকে পানিতে ডুবে যায়। এ সময় পাশের বাড়ির
লোকজন পানি থেকে তুলে পাশ্ববর্তী হাবিবনগরে পূর্বাচল মেডিকেলে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুসা পিতলগঞ্জের বাসিন্দা আনোয়ারুলের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে
মধুখালীতে নিহত মুসার নানা মোন্তাজদ্দিনের বাসায় বেড়াতে আসেন। পরে বিকালে খেলার ছলে লেকে পড়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪