কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচন অফিসে ভূয়া কাগজ পত্র করতে এসে এক মহিলা আটক।তার নাম হামিদা বেগম।ঐ মহিলার কাগজ পত্র ও কথা বার্তায় সন্দেহ হলে মহিলা সহ তার সহযোগী এরশাদ মিয়াকে আটক করা হয়।ভৈরব উপজেলা নির্বাচন কর্মকতা বাবু প্রলয় কুমার সাহা বলেন,আমরা খুব সাবধানে আইডি কার্ডের ছবি তুলি এবং ফিংঙ্গার নেই।ঐ মহিলা কথা বার্তায় সন্দেহ হলে আমি তাকে সহ তার সহযোগীকে আটক করি।পরে দেখতে পারি ঐ মহিলা ২নং ওয়ার্ড থেকে আবেদন করলেও ৩নং ওয়ার্ড কাউন্সিলারের স্বাক্ষর। পরে প্রমাণিত হয় কাউন্সিলারের স্বাক্ষর টিও জাল।পরে উপজেলা নির্বাচন কর্মকতা পুলিশের হাতে সোপর্দ করে।ভৈরব থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম বলেন,আমরা প্রাথমিক ভাবে সঠিক তথ্য বের করতে পারি নাই। আপাতত থানায় নিয়ে যাচ্ছি। ভৈরব থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে পরামর্শ গ্রহণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিবো
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪