রূপগঞ্জ প্রতিনিধি: সারাদেশে সংখ্যালগু হিন্দু সম্প্রদায়ের উপর ঝুলুম নির্যাতন ও ইছাখালির ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সভাপতি বিধান কৃষ্ণ রায়, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র গোপ, দয়াল চন্দ্র শীল, সুমন চন্দ্র শীল, উত্তম সাহা সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন সময় সন্ত্রাসীরা হামলা ও নির্যাতন করছে। গতকাল রাতে ইছাখালির ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু দু:স্কৃতিকারীরা হামলা করেছে আমরা উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবী
জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪