মাহমুদুল হাসান লিমন
নরসিংদীনরসিংদীর মনোহরদীতে সহকারী কমিশনার(ভূমি)এর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ১২ শতাংশ খাস জমি দখল মুক্ত করা হয়েছে। জানা যায়,উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন(কাচারীবাড়ী)কিসমত মৌজাস্থিত ১ নং খাস খতিয়ানের ৩০৮৩ নং দাগে আনুমানিক ১২ শতাংশ জমি কাচারীবাড়ী খেলার মাঠ/ইদগাহ্ মাঠ দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে রেখেছিল।
বিষয়টি জানার পর চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব কামাল হোসেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মহোদয়কে এ বিষয়ে অবগত করলে,সোমবার(১ জুন)দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মারুফ দস্তেগীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ স্থাপনা এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে আনুমানিক ১২ শতাংশ সরকারী খাস জমি দখল মুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪