প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৪, ৪:৫০ এ.এম
“সাম্যের বাণী”
সাম্যের বাণী
__মোঃ সানোয়ার হোসেন।
মেঘ বলে এসো কবি আকাশ যে নীল,
পাখি বলে গান ধরো হব গাঙচিল।।
নদী বলে বয়ে চলো হৃদয়ে হবে মিল,
আকাশ নদী পাখপাখালি সরবরে ঝিলমিল।।
একদিন বসুধা বন বনানীতে ছিলো যে রঙ্গিন,
ধুসর ধোঁয়া সফেদ সিলিকনে হারায়ে সঙ্গীন।।
বারুদের গন্ধে ভেসে এলো লাশের মিছিল,
কামানের গোলা গুলো ছুড়ে দিলো ঢিল।।
নবজাতক ছিন্নভিন্ন রক্তাক্ত নিথর দেহে,
পড়ে আছে কংক্রিটের স্তুপে শুনছ কি হে?
বিগ্রহ নিগ্রহ ছেড়ে চলো সাম্যের পথে,
মানুষকে ভালবাসো মনুষ্যত্ব আর সত্য মতে।।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪