অবহেলার কারণে বিলিন হয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশী কুন্ডা ইউনিয়ন মহিষখলায় অবস্থিত বাংলাদেশের ২য় বৃহত্তর মুক্তি যুদ্ধের সৃতি সৌধ।বাংলাদেশর মুক্তির সংগ্রামের চেতনায় ও শহীদের চিরদিন মনে ধারন করে রাখতে গড়ে তুুলা হয় এই সৃতি সৌধ।কিন্তুু এই সৃতি সৌধটি আজ ধংষের পথে।এখানে তদারকির জন্য কোন লোক জন নেই।এখানে সবকিছু এখন এলোমেলো হয়ে আছে। ময়লায় ভরে চারদিক রং গুলো উঠে গেছে।পিছনে নদীর তীর ভেঙে ধীরে ধীরে সৌধের খতি সাধন হচ্ছে।এই অবস্থায় চলতে থাকলে এক সময় সৌধের সুন্দর হারিয়ে যাবে। তাই মহান মুক্তিযুদ্ধের এই স্মৃতি সৌধটি রক্ষা করা প্রয়োজন। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে দেশ প্রেমী সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪