এস, এম, রফিক মাহমুদ,
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে আগের তুলনায় এখন কয়েক গুণ বেশি লোডশেডিং ও বিদ্যুৎ বিল আসছে। কয়েক মাস ধরে বিদ্যুৎ পাচ্ছে কম; কিন্তু অস্বাভাবিক বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। অতিষ্ঠ গ্রাহকরা পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন। গতকাল দুপুরে সুবর্ণচর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা গোল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এসে একাত্মতা প্রকাশ করেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছেন সুবর্ণচর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য মো. দিদারুল আলম, উন্নয়নকর্মী রিদওয়ান হোসেন,
নবপ্রত্যয় যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি শরীফ সালাউদ্দিন প্রমুখ। পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আফজল হোসেন বলেন, সুবর্ণচরে চাহিদার তুলনায় বিদ্যুৎ কম। প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ মেগাবাইট চাহিদা; কিন্তু তার বিপরীতে আমরা পাই ৫ থেকে ৮ মেগাবাইট।
সুবর্ণচর উপজেলা একটি উন্নয়ন মুখি উপজেলা এ উপজেলায় কৃষকরা বিদ্যুৎের জন্য ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, স্কুল কলেজের ছাত্র ছাত্রী দের পরীক্ষা প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে, মুসল্লীদের নামাজের সময় বিদ্যুৎ থাকেনা কলকারখানা, স্কুল কলেজ, কম্পিউটার এর নানান কাজ সহ বিভিন্ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এই বিদ্যুৎের অসহনীয় লোডশেডিং।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪