সুবর্ণচরে সাগরিকার ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১০:৫৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
৬ জুলাই শনিবার ,২০২৪ সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাবু দিলীপ চন্দ্র দাস, সভাপতি, অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, উপদেষ্টা সদস্য, কার্যকরী পর্ষদ। মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক, আলহাজ্ব মোঃ শামছুল হক, উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স), সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং সংস্থার উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় আগত সম্মানিত সদস্যগণ সংস্থার প্রধান কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন ও জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলন করে সভার শুভ সুচনা করা হয়।
সভায় রেজিষ্ট্রেশন কার্য সম্পাদন ও পরিচয় পর্ব,পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর উপস্থিত সকলে সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালকসহ সংস্থার সাথে জড়িত ছিলেন এ রকম সম্মানিত সাধারণ পরিষদ সদস্য ও সংস্থার ষ্টাফবৃন্দ যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের নামের তালিকা পাঠ করা হয় এবং ০১ (এক) মিনিট নিরবে দাঁড়িয়ে স্ব-স্ব ধর্মমতে তাঁদের বিদেহী আত্তার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। এরপর বিগত ৪০তম অর্ধ-বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ, পর্যালোচনা ও অনুমোদন, নির্বাহী পরিচালকের স্বাগত ভাষণ, সংস্থার বাজেট বিবরণী, মাইক্রোফিন্যান্সসহ সংস্থার প্রকল্পসমূহের বাজেট বিবরণী উপস্থাপন করা হয়। ৪০তম বার্ষিক সাধারণ সভায় কার্যকরী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নবনির্বচিত সভাপতি হিসেবে মোহাম্মদ মোনায়েম খান ও সহ- সভাপতি হিসেবে মোঃ ইস্রাইলকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা পর্ব। এ পর্বে অংশ নেন কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ। সভার শেষ পর্যায়ে সভাপতির সমাপনী ভাষণ ও উপহার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ৪০তম বার্ষিক সাধারণ সভা।