ময়মনসিংহের ফুলপুরে স্বামীর মৃত্যুর সংবাদে রাবিয়া খাতুন (৭৫)নামে এক স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কলতাকান্দা গ্রামে বুধবার এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান কলটা কান্দা গ্রামের মোহাম্মদ জনাব আলী (৯০)ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান। তার মৃত্যু সংবাদ শুনে কিছুক্ষণের মধ্যেই সহধর্মিনী রাবিয়া খাতুনের মৃত্যু ঘটে। দুপুর দুইটা ৩০মিনিটে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। রহিমগঞ্জের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ জানান বুধবার সকালে স্বামীর মারা যাওয়ার সংবাদ শুনেই অসুস্থ হয়ে পড়েন রাবেয়া খাতুন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪