ময়মসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের মাটি কাটা গ্রামের কৃষক লাল মিয়া ওরফে সেলিম(৩৫) হত্যা মামলার আসামীগণ হাইকোর্ট থেকে অগ্রীম জামিন নিয়ে এলাকায় এসে মামলার বাদী পক্ষকে মামলা প্রত্যাহারের হুমকি
ধমকি সহ বাদী পক্ষের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলার পায়তারা করার গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছে। লাল মিয়া হত্যা মামলার বাদী মোঃ ওয়াসিম মিয়া সহ পরিবারের লোকজন জানান, গত ১৯ জুন ২০২৪ ইং তারিখে লাল মিয়ার বাড়ির
পাশের ধানের বীজতলায় সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় আসামী মিজানুর রহমান (২৩)গং দেশীয় অস্ত্র সহযোগে লাল মিয়া ওরফে সেলিমকে (৩৫) নৃশংস ভাবে হত্যা করে । ঘটনার দুদিন পর লাল মিয়ার ভাই মোঃ ওয়াসিম মিয়া বাদী হয়ে
একটি নিয়মিত হত্যা মামলা রুজু করেন। নান্দাইল মডেল থানা মামলা নং ১৩(৬)২৪। এ ঘটনায় এলাকা বাসী দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা জ্ঞাপন সহ বিগত ১২ই আগষ্ট ২০২৪ ইং তারিখে ১১ নং খারুয়া ইউনিয়নের মাটি কাটা গ্রামে হত্যা মামলার
আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় নান্দাইলের প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সে খবর দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক মিডিয়াগুলোতে প্রচারিত হয়। নিহত লাল মিয়ার
ভাই ওয়াসিম জানান, আসামী পক্ষ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে আমাদেরকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে ব্যর্থ হয়ে, উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের বাড়িতে নিজেরাই ঘরের বেড়া ভাঙ্গচুর ও কাপড় সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে
রেখে মিথ্যা খবর প্রচার করে মিথ্যা মামলা করার পায়তারা করছে।উল্লেখ্য ইতি পূর্বে হত্যা মামলার বাদী ওয়াসিম মিয়া সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাড়ি লুটপাটের একটি মিথ্যা মামলা দায়ের করেন। আবারো পাঁয়তারা করছেন মিথ্যা
মামলা করার।
ফলে বাদীপক্ষ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। লাল মিয়া হত্যা মামলার বাদীপক্ষ সহ
এলাকাবাসীর দাবি, আসামীদের আইনের আওতায় আনা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪