ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা আদর্শ স্কুল এ্ন্ড কলেজের অধ্যক্ষের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি দিয়েছে ছাত্র -অভিভাবকগণ। বিক্ষোভকারীরা বলেন দীর্ঘদিন যাবত
অধ্যক্ষ আব্দুল জলিল নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা কামিয়েছে। অদক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান নষ্ট করে দিয়েছে। তারা আরো বলেন অধ্যক্ষ আব্দুল জলিল ১২ নম্বর শিক্ষক থেকে
রাতারাতি প্রধান বনে গেছেন। তিনি এস,এস,সি পাশের পর ছাত্রদের নিকট থেকে প্রত্যায়নের নামে পাঁচশত সাতশত টাকা করে নিয়ে থাকেন। টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের থেকে পাঁচ সাত হাজার টাকা
করে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়।এছাড়াও আন্দোলনকারীরা কলেজের অনেক দুর্নীতি ও অনিয়মের বিষয় তুলে ধরেছেন। বিক্ষোভকারীরা আরোও বলেন অধ্যক্ষ আমাদের আন্দোলন বন্ধ করার
জন্য টাকা ও সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার অফার করেন। তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা অধ্যক্ষ কে ৪৮ ঘন্টার আল্টি ম্যাটাম দিয়েছি। এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে সামনে আরোও
বড় কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখা হবে। অপরদিকে অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন ২৫ শে আগস্ট সকালে একদল বহিরাগত বিক্ষোভকারী মিছিল নিয়ে কলেজে প্রবেশ
করে। এতে বিদ্যালয় এবং কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষার্থীরা তখন শ্রেণিকক্ষে ক্লাস করছিল। বহিরাগতদের অনুপ্রবেশে তাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়। এ সময় ছাত্রছাত্রীরা বহিরাগতদের সাথে
বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বলেন আমরা আমাদের স্যারের পদত্যাগ চায়না। তিনি অত্যন্ত সম্মানিত ও ভালো মানুষ। তাকে অসম্মান করা আমাদের কাম্য নয়। তারা আরো বলেন এখানে যারা আন্দোলন
করছে কেউই এখানকার ছাত্র নয় তারা বহিরাগত। পরে তারা বহিরাগতদের অনুপ্রবেশের প্রতিবাদ জানায় এবং শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার অভিযোগে এর সুষ্ঠু বিচারের দাবি জানায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪