ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক সারাবেলা ফুলপুর উপজেলা প্রতিনিধি মাওঃ ফয়জুর রহমান এর চাচা সাদেকুর রহমান মন্ডল(৫০)ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার (১৭অক্টোবর) দিবাগত
রাত ৩ টার দিকে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইলায়হি রাজিউন :) এর আগে তিনি রাত ১:৩০ মিনিটে স্টোক করেন পরে চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক
চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ প্রদান করেন ।নিয়ে যাওয়ার প্রস্তুতি চলা অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।আজ শুক্রবার (১৮অক্টোবর)বেলা ২:৩০মিনিটি হাজারো
মানুষের উপস্থিতিতে মৃত সাদেকুর রহমান মন্ডল এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন করা হয়।মৃত্যকালে সাদেকুর রহমান স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য শুভাকাক্ষী রেখে গেছেন। উল্লেখ্য মৃত সাদেকুর
রহমান উপজেলার নাগলা বাজারের ধান ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে নাগলা বাজারের ধান্য ব্যবসায়ী সমিতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪