ময়মনসিংহ -১ আসনের সাবেক এমপি জুয়েল আরেং, মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞাসহ আ’লীগের ৩৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ মামলায় অরো ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া
গ্রামের মৃত নূর হোসেনের পুত্র আব্দুল সাত্তার বাদী হয়ে হালুয়াঘাট থানায় এ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল করতে গেলে বাদীর ছেলে হাসান পিয়াসসহ আরো ২/৩ জনের উপর আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হালুয়াঘাট থানার ওসি মাহবুবুল হক মামলার
বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪