চির অবিশ্বাসী নারী
মোশারফ কবীর
থাকে যদি তব অদ্ভূত দৃষ্টিশক্তি
পার যদি অদৃশ্যকে দেখিবার
অশ্বারোহনে ঘুরে বেড়াও সহস্র অহর্নিশি
বয়স বেড়ে যতক্ষন কুন্তলে শুভ্রতা না আসে তোমার।।
তারপর...
তারপর ফিরে এসে বল আমাকে
সমস্ত বিষ্ময় আর অদ্ভুত মহাকাল ধরে,
যাহা তুমি দেখেছিলে অবনি'পরে।।
জানি,
সমস্তই পারবে বলতে
কেবল বলতে পারবেনা তুমি
এ ধরণীর কোনো একপ্রান্তে
রয়েছে একজন বিশ্বস্ত রমনী।।
যদি এমন নারী কোথাও পেয়ে থাক তবে~
এখনি জানিতে দাও মোরে,
মোর যাত্রা যে দ্রুতরথে হবে
নিমেষ দেখিতে তারে।।
তবু মম যাওয়া হবে না'ক!
যদিও আবাস তার মোর পরবর্তী দ্বারে
যদিও সে বিশ্বস্তই ছিল
যবে দেখেছিলে তুমি তারে।
তুমি তাকে একটি পত্র লিখতে লিখতে
শেষাবধি পাইবে এ খবর
হৃদয়টা তার ক্ষনকাল না অতিবাহিতে
হয়ে গেছে প্রতারনার আসর।
আমি সেথা পৌঁছুতে পৌঁছুতে
আরো পাঁচজনার ভাঙিবে সে অন্তর।
তবে শোন হে দূরদৃষ্টিবান
আজি এক উপদেশ তোমায় করি~
"সর্পকে নির্দ্বিধায় করিও বিশ্বাস,
তবু বিশ্বাস করিওনা নারী।।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪