বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।
- আপডেট সময় : ০৭:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ক্ষুদ্র ও প্রান্তিক ১৩০০ কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়।
প্রত্যেক কৃষক-কৃষাণীকে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার, ১০ এমওপি সার ও ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ দেওয়া হয়। এক হাজার কৃষক-কৃষাণীকে প্রণোদনা ও ৩০০ জনকে পুনর্বাসন হিসেবে মোট সাড়ে ৬ মে. টন বীজ ধান ও ২৬ টন রাসায়নিক সার বিতরণ করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলমের পরিচালনায় বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, আল আমিন, আলী রাজা, বিনয় তালুকদার, সরোয়ার জাহান সাকিল প্রমুখ।