ডিবি পরিচয়ে ভয় দেখিয়ে প্রবাসী থেকে টাকা হাতিয়ে নেন এক এএসআই
- আপডেট সময় : ০৬:১৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পরিচয়ে এক সাইপ্রাস প্রবাসীকে ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপ পরিদর্শকের(এএসআই) বিরুদ্ধে।
অভিযুক্ত এএসআই মুসাব্বির হোসেন অষ্টগ্রাম থানায় কর্মরত। গত ৩০ মে বিকেলে ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায় ঐ প্রবাসীকে জিম্মি করে হ্যান্ডকাপ পড়িয়ে ইয়াবা সেবনের কথা বলে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় এএসআই মুসাব্বির। এঘটনায় ভৈরব থানার পুলিশ উপ পরিদর্শকের মাধ্যমে ২৫ হাজার টাকা ফেরত দেয়।বাকি টাকা ফেরত না দেয়ায় কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী প্রবাসী বাচ্চু তালুকদার। অভিযোগকারী বাচ্চু তালুকদার ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের।সে বর্তমান শহরের গাছতলাঘাট বসবাস করেন।এ ঘটনায় এএসআই মুসাব্বিরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র থেকে জানাগেছে।।এর আগে ভৈরব থানার থাকাকালীন সময় ২২মার্চ ভৈরবে নারী কেলেংকারীর ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে জেলার অষ্টগ্রাম থানায় বদলি করা হয়।এএসআই মুসাব্বিরের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ ও রয়েছে। অভিযোগকারী বাচ্চু তালুকদার জানান,গত ৩০ মে বিকেলে ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার সালাউদ্দিন নামের এক ব্যাক্তি তার আইসক্রিম ফ্যাক্টরিতে তাকে ডেকে নেয়।সে আইসক্রিম ফ্যাক্টরিতে এএসআই মুসাব্বির ও শফিক নামের এক ব্যাক্তি বসে আছে।।সেখানে মোসাব্বির ২য় স্ত্রী বসে ইয়াবা সেবন করছেন।।এসময় ঘটনা দেখে তিনি ভয় পেয়ে জানতে চায় এখানে তাকে কেন ডাকা হলো।তখন এএসআই মুসাব্বির ডিবি পরিচয় দিয়ে ইয়াবা ব্যাবসায়িক অভিযোগ তুলে হ্যান্ডকাপ পড়ায় এবং মোটা অংকের টাকা দাবি করেন।পুলিশের হুমকির পর ভুক্তভোগীর পরিবার এসে বাধ্য হয়ে ৭০ হাজার টাকা দিয়ে ছাড়া পায়। ঘটনার রাতে ভৈরব থানার এস আই সাইদুল ইসলাম কে অভিযোগকারী বাচ্চু তালুকদার এসকল ঘটনা অবহিত করলে তিনি এএসআই মুসাব্বির কে মোবাইলে ফোন করলে অভিযুক্ত এএসআই ঘটনা স্বীকার করে এবং ২৫ হাজার টাকা ভুক্তভোগীকে ফেরত দপয় এবং বাকী টাকা পরে ফেরত দিবে বলে আশ্বস্ত করেন।