সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
Uncategorized
রাজাকার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
_____ নূরে আলম মামুন
মরে যাও তুমি না খেয়ে ভাই
কিচ্ছু আসে যায় না
উপর তলার উপরওয়ালা
হয়ে গেছে আজ হায়না
তোমার পকেট তোমার সামনেই
কাটবে কাটুক………
রাগ করো না আর
জানতে চাইলেই হয়ে যাবে তুমি
নব্য রাজাকার
তোমার নেই কোনো অধিকার
এই দেশে বাঁচার
আর্তনাদে মরে যাও তুমি
তুমি রাজাকার।।
লুটপাট হোক চোখের সামনে
বাড়ুক দ্রব্য মূল্য
আমরা এখন উন্নত খুব
অনেকের সমতুল্য
দেশ যদি খায় বেনজিরে তাতে
কি আসে যায় কার
তোমার ন্যায্য অধিকার
চাইলেই তুমি হইবা রাজাকার।।
চাকরিতে আজ শতভাগ কোটা
ঘুষের কোটাও বড়
মুক্তিযুদ্ধ করেনি বাবায়
মাথা টুকে তাই মরো
আবেদ আলী যাবেদ আলী
যাবে কত বল আর
তোমার ন্যায্য অধিকার
চাইলেই তুমি হইবা রাজাকার।।