সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
Uncategorized
ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ শহরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে ময়মনসিংহ শহরের টাউনহল এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর অসংলগ্ন বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবনা’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবেনা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।